ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে সরকারের ত্রাহি অবস্থা: মির্জা আব্বাস

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৯ নভেম্বর ২০২২

বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকায় যে গণসমাবেশের ডাক দিয়েছে তা নিয়ে সরকারের ত্রাহি অবস্থা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আগামী ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে সারাদেশে একটি আলোড়ন হচ্ছে। সেই মহাসমাবেশ নিয়ে সরকারের ত্রাহি ত্রাহি ভাব এসেছে। এই সমাবেশে যেতে যেখানেই বাধা দেওয়া হবে সেখানেই অবস্থান নেবে নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, একটির পর একটি সভা হবে এবং এই সরকারের পতন ত্বরান্বিত হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মঞ্জুর এলাহী। এসময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস