ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গেমসে আসক্ত হয়ে ‘ঘরছাড়া’ কিশোর, আদালতে মামলা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১০ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে ফ্রি-ফায়ার গেমসে আসক্ত হয়ে আরিফ হোসেন রিয়াদ (১৪) নামে এক কিশোর ঘরছাড়ার ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরের মা বিউটি বেগম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রতিবেশী মো. শরীফ হোসেন (২২), তার বাবা হানিফ মিয়া (৬০) ও মা শাহিদা বেগমকে (৫০) আসামি করা হয়েছে। তারা নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাসিন্দা।

একই সঙ্গে মামলার বাদী বিউটি বেগম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের খানপুর মেইন রোড এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

বাদীপক্ষের আইনজীবী মো. আকবর হোসেন জানান, শরীফ হোসেন নামের এক যুবকের প্ররোচনায় গেমসে আসক্ত হয়ে বিউটি বেগমের ১৪ বছর বয়সী কিশোর ছেলে আরিফ বাসা থেকে বের হয়ে গেছে। এর আগেও দুইবার শরীফ নামে ওই যুবকের প্ররোচনায় ঘর ছেড়েছিল সে। সেবার উদ্ধার করা সম্ভব হলেও এবার উদ্ধার সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, তিনমাস ধরে সন্তান নিখোঁজ থাকায় বাবা-মা দুজনেই পাগলপ্রায় হয়ে গেছি। আমরা বিষয়টি আদালতের কাছে উপস্থাপন করেছি। আদালত আমাদের বিষয়টি বিবেচনা করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশঙ্কা করছি এই কিশোরের মেধাকে ভয়ঙ্কর কোনো কাজে ব্যবহার করা হয় কিনা। তাই দ্রুত তাকে উদ্ধার করা প্রয়োজন।

বিউটি বেগম বলেন, আমি আমার সন্তানের সন্ধান চাই। আমার একটাই দাবি, সন্তানকে কাছে ফিরে পেতে চাই। প্রধানমন্ত্রীসহ সবার কাছে আমার আকুল আবেদন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন।

এদিকে শরীফের বিষয়ে জানতে চাইলে তার বাবা হানিফ বলেন, শরীফকে আমার ছেলে বলে পরিচয় দিই না। মামলা হলে কী করবো। শরিফের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে খাই। শরিফের সম্পর্কে আমি কিছু জানি না। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম