পিরোজপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সুমি বেগম (৩৭) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর শহরের মোমেনীয়া মাদরাসার পিছনের একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সুমি বেগম উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেন কালুর স্ত্রী।
স্থানীয়রা জানান, চার বছর আগে মোশারফ হোসেন কালু ও সুমি বেগমের বিয়ে হয়। কালু গত তিন বছর আগে বিদেশ যাবার পরে তার স্ত্রী সুমি বেগম একাই মোমেনীয়া মাদরাসার পিছনে একটি ভাড়া রুমে থাকতেন। বুধবার রাতে ঘুমাতে যাবার আগেও পাশের ভাড়াটিয়াদের সঙ্গে সুন্দর ভাবে কথাবার্তা বলেছেন। বৃহস্পতিবার সকালে তার রুমের দরজা আটকানো দেখে সবাই ডাকাডাকি করে। এসময় দরজা না খুললে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে উপরের টিন খুলে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে সুমি বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান জামান তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান