ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে পুলিশের ভালোবাসার একটি দিন

প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে পুলিশের ফুলেল একটি দিন অতিবাহিত হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ ব্যতিক্রমী কর্মসুচি পালন করে। সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল নিজেই রাস্তায় ফুল হাতে নেমে পড়েন। গাড়ি থামিয়ে যাত্রীদেরকে নিজের হাতে ফুল দিয়েছেন আর মুখে বলেছেন বিশ্ব ভালোবাসা দিবস।

রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ কিংবা তল্লাশির পাশাপাশি ফুল দিতে ব্যস্ত ছিল সিএমপি পুলিশ। থানায় ডিউটি অফিসাররাও শত ব্যস্ততার মধ্যে সাধারণ মানুষকে থানায় ঢোকার সঙ্গে তুলে দিয়েছেন লাল গোলাপ।


পুলিশের হাতে ফুল আর মুখে ‘শুভ ভালোবাসা দিবস’ শুনে অনেকেই বিস্মিত হচ্ছেন।সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডলের নির্দেশে নগরীর ১৬ থানায় এবং সব চেকপোস্টে পুলিশ প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি পালন করলো।


নগর পুলিশ কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল সাংবাদিকদের বলেন, ভালোবাসা দিবসে মানুষের হাতে ফুল দিয়ে আমরা এই মেসেজ দিচ্ছি যে, আমরা আপনাদের থেকে আলাদা কিছু না। পুলিশ সবসময় মানুষের জন্য। পুলিশ সব মানুষের। এজন্য ভালোবাসা দিবসে নগরবাসীর প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা। এই বন্ধন অটুট থাকুক।


পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যেক থানায় লাল গোলাপ কিনে জমা রাখা হয়। সকালে প্রত্যেক থানা অফিসার ইনচার্জের পক্ষ থেকে প্রথমে সহকর্মীদের সবাইকে গোলাপ তুলে দেয়া হয়। এরপর মামলা করতে কিংবা বিভিন্ন ধরনের আইনি সহায়তা নেয়ার জন্য নারী-পুরুষ যারাই আসছেন তাদের ডিউটি অফিসার দিয়েছেন গোলাপ ফুল।


তবে পুলিশের এমন আচরণ সব সময়ের জন্য থাকবে কি-না এমন প্রশ্ন সাধারণ মাুনষের মাঝে। চা দোকানদার জুয়েল বলেন, এমন আচরণ যদি পুলিশ সব সময় করে তবে অপরাধ অনেকটা কমে যাবে। এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও আন্তরিকতা বাড়বে।

জীবন মুছা/বিএ