ফরিদপুরে বিএনপির গণসমাবেশ
খোলা আকাশের নিচে রাত কাটালেন নেতাকর্মীরা
রাতে শীতবস্ত্র গায়ে সমাবেশস্থলে নেতাকর্মীরা
ফরিদপুরে শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবহন বন্ধ থাকায় দুদিন আগে থেকে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনিস্টিটিউশন মাঠের সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতেই প্রায় পূর্ণ হয়ে পুরো মাঠ। ফলে খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন নেতাকর্মীরা।
রাত সাড়ে ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের ভবনগুলোও নেতাকর্মীদের পদচারণায় ভরপুর। পুরো মাঠজুড়ে চাটাই বিছানো। নেতাকর্মীরা কেউ শুয়ে আছেন, কেউ পায়চারি করছেন। বাইরে শীত পড়েছে। কুয়াশাও আছে বেশ। নেতাকর্মীদের সকলের গায়ে শীতের পোশাক। কানে মাফলার প্যাঁচানো। আবার অনেকেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। পায়ের কাছে জ্বলছে মশা তাড়ানোর কয়েল। যারা ঘুমোননি তারা একে অপরের সঙ্গে খোশ গল্প ও কথা বলে সময় কাটাচ্ছেন।

কেন্দ্রীয় নেতারাও আগত নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, খাওয়াদাওয়া করছেন। কর্মীদের কম্বল বিলি করছেন। কেন্দ্রীয় নেতাদের অনুপ্রেরণায় চাঙা হয়ে আছেন সমাবেশে আসা নেতাকর্মী-সমর্থকরা।
রাজবাড়ি থেকে আগত নুর ইসলাম শিকদার, জাহিদ হোসেন, সেলিম পাটোয়ারী বলেন, পরিবহন বন্ধের কথা শুনে দুদিন আগেই চলে এসেছি। এখানে খাচ্ছি, ঘুরছি আর রাতে কম্বল মুড়ি দিয়ে তাবুর নিচে কোনোমতে পড়ে আছি। কষ্ট হলেও বেশ আনন্দ ও মজা পাচ্ছি।
জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা জাগো নিউজকে বলেন, মাঠে আমাদের অনেক কাজ। এখানে আগত কারোরই চোখে ঘুম নেই। কেউ ঘুমাবেও না। সবারই দুই চোখে সরকার হটানোর স্বপ্ন।
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার জাগো নিউজকে বলেন, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ থেকে নেতাকর্মীরা এসেছেন। এখনো দলে দলে আসছেন।
এন কে বি নয়ন/এসজে/জিকেএস