বগুড়ায় পুল খেলাকে কেন্দ্র করে দোকানকর্মচারী খুন
হাবিবুর রহমান বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়
বগুড়ায় বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে হাবিবুর রহমান বিপুল (২১) নামের এক দোকানকর্মচারী খুন হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের নামাজগড় মোড়ে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান বিপুল শহরের বাদুড়তলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বিপুল শহরের নামাজগড় এলাকার তালুকদার মতি ম্যানশনের তৃতীয় তলার ব্রেক অ্যান্ড রান নামের একটি প্রতিষ্ঠানে বিলিয়ার্ড খেলছিলেন। এ সময় ছয় থেকে আটজন যুবক সেখানে গিয়ে খেলার জন্য বিপুলকে সরে যেতে বলেন। এ নিয়ে তাদের সঙ্গে বিপুলের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে বিলিয়ার্ড মালিক আরিফ নিজেই একটি ধারালো ছুরি বের করে যুবকদের হাতে দিয়ে বিপুলকে মারার নির্দেশ দেন। তাদের মধ্য থেকে শাকিল নামের এক যুবক বিপুলকে ছুরিকাঘাত করেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই বিলিয়ার্ড মালিক ও শাকিল উভয়েই কাটনারপাড়া এলাকার বাসিন্দা।
বিপুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহতের ভাই শাজাহান বলেন, ‘আমার ভাইকে কেন হত্যা করা হয়েছে আমি জানি না। এর সুষ্ঠু বিচার চাই। শুধুমাত্র খেলার জন্য কেউ কাউকে খুন কেন করবে।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকে আমাদের অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গেছে বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।
এসজে/এমএস