ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:০৯ এএম, ১২ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় বসতবাড়িতে গান রেকর্ডিংয়ের সময় এসি বিস্ফোরণে দগ্ধ যুবক ভাবন মারা গেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ভাবনের বন্ধু মাহিন এখনো চিকিৎসাধীন আছেন।

ভাবনের চাচা ও ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ বলেন, গত সোমবার দুপরে এসি বিস্ফোরণে ভাবন দগ্ধ হয়। শুক্রবার রাতে মারা গেছে। তার মরদেহ আনার জন্য অনেকেই ঢাকায় গেছেন।

এর আগে ৭ নভেম্বর দুপুরে কবি ও গায়ক এস এ শামীম চৌধুরীর বসতবাড়ির একটি কক্ষে গান রেকর্ডিংয়ের সময়ে এসি বিস্ফোরণ ঘটে। এ সময় এস এ শামীম (৫৮), ছেলে ভাবন (২৮), ছেলের বন্ধু মাহিন (২৯), এস এ শামীমের নাতি রাজ (৫) ও আরও একজন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে গুরুতর আহত ভাবন ও মাহিনকে প্রথমে শহরের খানপুর পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস