ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ভ্যান-নসিমনের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৪ নভেম্বর ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী বিশ্বাস (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত নজর আলী বোয়ালমারীর সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

ফরিদপুরে ভ্যান-নসিমনের সংঘর্ষে যুবক নিহত

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হন কমপক্ষে ছয়জন। প্রাথমিকভাবে আহত সবার পরিচয় জানা যায়নি।

ফরিদপুরে ভ্যান-নসিমনের সংঘর্ষে যুবক নিহত

তবে আহতদের মধ্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন লিয়ন শেখ (২৪) ও তরিকুল ইসলাম (২৬)। অন্যরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেএস/জেআইএম