ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাহাড়েও মরুর দেশের বিশ্বকাপ আমেজ

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:১১ পিএম, ১৪ নভেম্বর ২০২২

মাত্র ৬ দিন পর মরুভূমির দেশ কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ফুটবলের এ আসরকে নিয়ে নানা কল্পনা-জল্পনা শুরু হয়েছে। এ ফুটবল আসরের আমেজ বিশ্ব ছাড়িয়ে পৌঁছে গেছে সবুজে ঘেরা পাহাড়ি জেলা রাঙ্গামাটিতেও।

রাঙ্গামাটির অলিতে-গলিতে, বাড়ির ছাদে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাস স্টেশনসহ দূর পাহাড়ের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে এ উন্মাদনা। প্রিয় দলের জার্সি পড়ে ঘুরতে ও আড্ডায় চলছে আলোচনা।

jagonews24

রাঙ্গামাটির প্রিন্টিং প্রেস কর্মচারী মাহাতাব উদ্দিন সোহাগ বলেন, জমকালো আয়োজন হচ্ছে এবারের বিশ্বকাপ। এ আয়োজনকে ঘিরে পাহাড়েও চলছে আনন্দ-উল্লাসের প্রস্তুতি। প্রতিটি এলাকায় সমর্থকরা নিজ পছন্দের দলের পতাকা তুলছেন। আমি আর্জেন্টিনার সমর্থক। আশা করি আমার দল জিতবে।

ব্রাজিল সমর্থক রবিউল ইসলাম বলেন, আমি ব্রাজিলকে সাপোর্ট করি। ইতোমধ্যে আমার প্রিয় দলের পতাকা বাড়ির ছাদে তুলেছি। ইনশাআল্লাহ ব্রাজিল জিতবে।

jagonews24

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈম উদ্দিন বলেন, এলাকার বিভিন্ন বাড়ির ছাদে ও অলিতে-গলিতে যার যার সমর্থিত দলের পতাকা শোভা পাচ্ছে। এছাড়া বিশ্বকাপ চার বছর পরপর অনুষ্ঠিত হয় সে জন্য সবাই মিলে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা ও বিরিয়ানি রান্না করে খাওয়ার ব্যবস্থা করা হয়।

রোটার্যাক্ট ক্লাব অব রাঙ্গামাটির প্রেসিডেন্ট আলী হোসেন বলেন, ১৭ নভেম্বর আমরা রাঙ্গামাটিতে একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করবো। নিজের দল আর্জেন্টিনাকে সমর্থন জানাই। ১৮ নভেম্বর ব্রাজিল সমর্থকরাও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করার কথা রয়েছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস