নৈশকোচ থেকে অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক
পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি নৈশকোচ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, একটি বিদেশি চাকুসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) দিনগত রাত ১১টার পর দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাসুম কামাল (৫৭) ও আহসান হাবিব (৪০)।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাবিল পরিবহনের ওই নৈশকোচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে উদ্ধার গুলিসহ পিস্তলের বৈধ লাইসেন্স আছে বলে দাবি করেছেন আটকরা।
তিনি আরও বলেন, আটকরা অস্ত্রের লাইসেন্সের ফটোকপি দেখিয়েছেন। কাগজের সত্যতাসহ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সফিকুল আলম/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার