ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলার চরফ্যাশন পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

দ্বিতীয় দফার তফসিল অনুযায়ী ভোলার চরফ্যাশন পৌরসভায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। এই পৌরসভায় ভোটার সংখ্যা ২২ হাজার ৩৬৫ জন।

নির্বাচনে দুই মেয়র প্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান জানান, ৯টি কেন্দ্রের মধ্যে ৪টিকে অধিক গুরুত্বপূর্ণ মনে করে স্টেয়ারিং ফোর্সসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নিযুক্ত রয়েছে।

এর আগে গতরাতে ৮ং ও ৯নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হওয়ায় ওইসব কেন্দ্রে বিশেষ ভাবে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অমিতাভ অপু/এফএ/এমএএস/আরআইপি