কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ধর্ষণের শিকার ওই তরুণীর বোন থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
অভিযুক্ত ব্যক্তির নাম নাসির হাওলাদার (৩৫)। তিনি উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন বোনকে রেখে তাদের বাবা-মা বরিশালে যান। রাতে তারা মোবাইলে লুডু খেলার সময় নাসির হাওলাদার তাদের সঙ্গে যুক্ত হন। এ সময় সেভেন আপের সঙ্গে তাদের ঘুমের ওষুধ খাইয়ে দেন নাসির। পরে অচেতন হয়ে পড়লে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করেন।
সকালে চেতনা ফিরে এলে নলছিটি থানা পুলিশকে তারা বিষয়টি জানান। পরে নাসিরকে আটক করে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বোনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে।
আতিকুর রহমান/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ