সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযান, ভবন মালিকের ৩ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে দুটি ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক। এছাড়া এক ভবন মালিককে তিন লাভ জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান এ অভিযান পরিচালনা করেন।

মোহাম্মদ ইয়াহ ইয়া খান বলেন, মোস্তফা ও ছাবিকুর নাহার নামের দুই ব্যক্তির নির্মিত ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। একই সময়ে সালমা নামের এক ভবন মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তারা এ অপরাধ করলে তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এমএস