পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ
হবিগঞ্জের লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এসআই ফজলে রাব্বি পুলিশের উপর হামলার অভিযোগ এনে এ মামলা করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুনু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ করেন। উপজেলা আহ্বায়ক শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সমাবেশ দ্রুত শেষ করার তাগিদ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সমাবেশের চেয়ার ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান