ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লংগদুতে ভুয়া চিকিৎসক আটক

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৮ নভেম্বর ২০২২

অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর এবং ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করায় রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাসুদ রানা (৪৫) নামের এক প্রতারক চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাকে দুই বছরের সাজাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মাইনীমূখ বাজারের ‘মাইনীমূখ মেডিকেল সেন্টার’ নামের একটি চিকিৎসাসেবা কেন্দ্রে অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব উদ্দিন।

মাসুদ রানা নীলফামারী জেলার সৌয়দপুর উপজেলার বিমানবন্দর সড়কের হাতিখানা এলাকার আব্দুল হানানের ছেলে।

jagonews24

খোঁজ নিয়ে জানা যায়, মাসুদ রানা ‘ডা. মাসুদ করিম’ নামের একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ও ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তিনি গত রোববার থেকে মাইনীমূখ মেডিকেল সেন্টার চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরআগে তিনি বাঘাইছড়ি ও লংগদুর করল্যাছড়িতে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে বসে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করেছেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন জানান, প্রতারণার দায়ে অভিযুক্ত মাসুদ রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সাজা দেয়া হয়েছে। বর্তমানে আসামিমীকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে তাকে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি আটক মাসুদ রানার বিরুদ্ধে এর আগেও চিকিৎসকের নামে প্রতারণার অভিযোগে কুষ্টিয়া, হবিগঞ্জ ও পাবনা জেলায় মামলা হয়েছিল।

সাইফুল উদ্দীন/এমকেআর