ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ০২:২৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরের টঙ্গীতে র‌্যাব-১ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে স্ত্রীর চোখ উৎপাদনকারী স্বামী হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরের নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন।

নিহত জুয়েল হাসান কামাল (৩৫) টঙ্গীর পাগার মধ্যপাড়া এলাকার মৃত হাজী আয়েত আলীর ছেলে।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, স্ত্রীর চোখ উৎপাটন করাসহ ২টি হত্যা মামলা ও ২টি অস্ত্র আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জুয়েল সন্ত্রাসী কর্মকেণ্ডের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সোমবার রাত আড়াইটার দিকে র‌্যাব সদস্যরা নদীবন্দর এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে জুয়েল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলির খোসা ও কয়েকটি ধারলো ছোরা উদ্ধার করা হয়। এ সময় র‌্যাব-১-এর সদস্য এসআই মাহবুর রহমান (৫২) ও সিপাহী মো. জসিম উদ্দিন (৩০) আহত হন। পরে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস