ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুবির বাসে হামলাকারী গ্রেফতার

প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন বাসে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে থানা পুলিশের এমন আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই নগরীর দেশওয়ালী পট্টি থেকে হামলাকারী প্রশান্ত সাহাকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার সকাল থেকে কুবির শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নন্দনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও গাড়ি ভাঙচুর করে।  

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় নগরীর বাদুরতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে ছাত্রীদের লক্ষ্য করে রং ছিটানোর প্রতিবাদ করায় বহিরাগত লোকজন উত্তেজিত হয়ে বাসে হামলা করে শিক্ষার্থীদের মারধর করে। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে নগরীর দেশওয়ালী পট্রির নিবাস চন্দ্র সাহার ছেলে প্রশান্ত সাহাকে (২৫)  রাতে পুলিশ গ্রেফতার করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, ওই হামলার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

কামাল উদ্দিন/এসএস/এমএস