ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৯ নভেম্বর ২০২২

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার মহিউদ্দিন মো. জাবেদের নেতৃত্বে ৭ কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তারা গেদে বিএসএফ ক্যাম্পে বৈঠকে বসেন। এসময় ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের কমান্ডার সঞ্জয় কুমার।

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

বৈঠকে কুষ্টিয়া সেক্টরের আওতাধীন ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় জননিরাপত্তা, চোরাচালান, যৌথ টহল, অনুপ্রবেশ, সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক শাহীন আজাদ, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ানের পরিচালক শাহ মো. ইশতিয়াক, বিজিবি-৪৯ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মো. সেলিমুদ্দৌজাসহ বিজিবির কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

বৈঠক শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার মহিউদ্দিন মো. জাবেদ জানান, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া সব আলোচনা ফলপ্রসূ হয়েছে।

বিএসএফ কৃষ্ণনগর সেক্টর কমান্ডার সঞ্জয় কুমার বলেন, বাংলাদেশ-ভারত সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের সহযোগী হিসাবে কাজ করবে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম