হরিণের মাংস উদ্ধারে গিয়ে হামলার শিকার নৌ পুলিশ
রান্না করা হরিণের মাংসসহ আটক সাত্তার
সাতক্ষীরার শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে নৌ পুলিশের সদস্যরা।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামে নৌ-পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিশির ঘোষ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানে হরিণের রান্না করা মাংসসহ সাত্তার গাজী নামে একজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হরিণ শিকারি চুনকুড়ি গ্রামের সাঈদের বাড়িতে অভিযান চালান নৌ পুলিশ ও বনবিভাগের সদস্যরা। সেখান থেকে সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে হরিণ শিকারি চক্রের অন্য সদস্যরা সঙ্ঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়।
তিনি আরও বলেন, হামলায় নৌ পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তারা যৌথ বাহিনীর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। আক্রমণকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা মো. মোশারাফ হোসেন জাগো নিউজকে বলেন, হরিণের রান্না করা মাংসসহ একজন আসামিকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হবে।
আহসানুর রহমান রাজীব/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ