ফরিদপুরে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে ভাঙচুর, আ’লীগের আলটিমেটাম
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অবস্থিত বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাতের কোনো একসময় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা। দিন গড়িয়ে শনিবার রাতে এ ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে প্রশাসনকে আইনের আওতায় আনার জন্য সাতদিনের আলটিমেটাম দেয় স্থানীয় আওয়ামী লীগ।

শনিবার রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসদরের সোনালী ব্যাংক মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় স্থানীয় প্রশাসনকে আগামী সাতদিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। না হলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানান নেতাকর্মীরা।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ইটের টুকরা জব্দ করা হয়েছে। ওই এলাকায় পুলিশ পাহারায় রাখা হয়েছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি। দোষীদের চিহ্নিত করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
এন কে বি নয়ন/এমআরআর/এমএস