ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৬:১১ পিএম, ২০ নভেম্বর ২০২২

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নাসরিন বেগম নামের বিধবা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, নাসরিনের স্বামী মামুন তিনমাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সম্প্রতি প্রতিবেশী শাহিন তালুকদারের ছেলে জাহিদ তালুকদার নাসরিনকে নিয়ে এলাকায় কুরুচিপূর্ণ অপবাদ ছড়ান। এর জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র জাগো নিউজকে বলেন, নাসরিনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আতিকুর রহমান/এসজে/জেআইএম