ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বর যাত্রীবাহী বাস খাদে : আহত ৩০

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধা সদর উপজেলায় একটি বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বর-কনে ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুন্দরগঞ্জ উপজেলার থ্যালথেলির বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর ও কনেসহ ৫০-৬০ জনের বরযাত্রী বাস জেলা শহরের খানকা শরীফ এলাকায় ফিরছিলেন। পথে বেড়াডাঙ্গা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা বর-কনে ও শিশুসহ ৩০ জন আহত হন।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বরযাত্রীবাহী বাস খাদে পড়ার খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে খাদে পড়া বাসটি উদ্ধার করে তারা। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

অমিত দাশ/এফএ/এসএস/এমএস