মাদারীপুরে ৪ ডাকাতের কারাদণ্ড
আদালতের রায়ের পর উপস্থিত আসামিকে এজলাস থেকে বের করা হয়
মাদারীপুরে চার ডাকাতের ছয় বছরের কারাদণ্ডাদশে দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মাদারীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মাদারীপুরের পশ্চিম রাস্তি এলাকার রাজ্জাক খাঁ’র ছেলে রহিম খাঁ, রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের ফরহাদ শেখের ছেলে রিপন শেখ, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মলংচড়া গ্রামের মনো দপ্তরীর ছেলে মাসুম দপ্তরী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার লুফন্দি গ্রামের শাহ আলম খানের ছেলে সোহেল খান। এদের মধ্যে শুধু রহিম খাঁ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাবুল শরীফের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে ডাকাতির চেষ্টা করা হয়। এ সময় তিন ডাকাতকে রামদাসহ গ্রেফতার করে সদর থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যে আরও এক ডাকাতকে গ্রেফতার করা হয়।
এসজে/এমএস