ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাই উদ্যানে ১২ ফুট লম্বা অজগর অবমুক্ত

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২১ নভেম্বর ২০২২

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে ১২ ফুট ৭ ইঞ্চি লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে অজগরটি অবমুক্ত করে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ।

অবমুক্ত হওয়া অজগরটির ওজন ১৫ কেজি বলে জানিয়েছে কাপ্তাই বন বিভাগ।

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক রেজাউল করিম মোল্লার উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা অজগরটি গভীর অরণ্যে অবমুক্ত করেন।

এ সময় কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে রোববার (২০ নভেম্বর) রাঙ্গামাটির টিটিসি প্রাঙ্গণ থেকে অজগরটি উদ্ধার করা হয় বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

সাইফুল উদ্দীন/এসআর/এমএস