ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে কলা-কচু পাতায় লিখে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:১১ পিএম, ২২ নভেম্বর ২০২২

কলম-খাতাসহ শিক্ষা সামগ্রীর দাম বৃদ্ধি প্রতিবাদে রাজবাড়ীতে কলা ও কচু পাতায় লিখে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Human-Chain-(2).jpg

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাউসার আহমেদ রিপন, শহর শাখার আহ্বায়ক উৎসব চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক অর্নিকা দাস।

এ সময় জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মঞ্জয় সরকার, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Human-Chain-(2).jpg

বক্তরা বলেন, দেশে খাতা-কলমসহ সব ধরনের শিক্ষা সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। শুধু শিক্ষা সামগ্রী নয়, স্কুল ও পরীক্ষার ফিও বেড়েছে। বর্তমান অবস্থায় দেশে সব দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার। যে কারণে ওই পরিবারের সন্তানরা পড়াশুনা করতে পারছে না। ফলে শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে শিক্ষা সামগ্রীর দাম কমাতে সরকারকে অনুরোধ জানান মানববন্ধনকারীরা।

রুবেলুর রহমান/জেএস/এমএস