ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৩ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে তারা ‘ব্রাহ্মণবাড়িয়া ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ নামে একটি ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে একত্রিত হন।

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

শোভাযাত্রায় অংশ নেওয়া জহিরুল ইসলাম জুম্মান বলেন, বিশ্বকাপ ফুটবল শুরু হলে আমরা উজ্জীবিত হই। একটা নান্দনিক ও শৈল্পিক ফুটবল দল ব্রাজিল। আমরা একটু আনন্দ করার জন্য একত্রিত হয়েছি। আশা করি এবারের আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।

ব্রাজিল সমর্থক ওবায়দুর রহমান বাবু বলেন, দলের প্রতিটি খেলোয়াড় একেকজন তারকা। তারা পৃথিবীর বিভিন্ন দেশের নামিদামি ক্লাবে খেলেন। ছোট বেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করি। আশা করি এবারের চ্যাম্পিয়ন ট্রফি শোভা পাবে নেইমারের হাতে।

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

শোভাযাত্রার অন্যতম আয়োজক জুবায়ের মোহাম্মদ শ্রাবণ বলেন, ভালোবেসে ব্রাজিল সমর্থকরা এখানে জড়ো হয়েছি। এবার কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম