আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার বাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ আরও কয়েকজন নেতা হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতা নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ডজন খানেক কেন্দ্রীয় নেতা। বিকেলে এ পথে তারা ফিরছিলেন ঢাকার দিকে। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে তাদের পাওয়া যায়নি। এর আগেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে আহত করে।

তিনি আরও বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রথমে তাদের ওপর হামলা করে। পরে আবার আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করেন ও রক্তাক্ত আহত করেন।
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ অভিযোগ মিথ্যা। তাদের আমরা বাঁচিয়েছি। তারা এক অটোরিকশাকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল। পরে স্থানীয়রা তাদের পিছনে ধাওয়া করে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ধরে ফেলে। সেই সঙ্গে তাদের শারীরিকভাবে আঘাত করে। পরে আমি গিয়ে তাদের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগ কার্যালয়ের নিয়ে বসিয়ে রাখি। পরিস্থিতি শান্ত হয়ে আসলে তাদের নিরাপদে পৌঁছে দেই।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম