ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে চালক-হেলপার নিহত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৫ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর উল্টে চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক-আতুকুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চালক এমদাদুল মিয়া (২০) ও তার সহযোগী আমিন মিয়া (১৬)। তারা দুজনই উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাষাবাদ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরটি উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম