ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রীকে ধর্ষণ

রাঙ্গামাটিতে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২২

রাঙ্গামাটির লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমকে (৪৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তার ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালর বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

বাদি পক্ষের আইনজীবী রাজিব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ে আমার সন্তোষ প্রকাশ করছি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, দীর্ঘ প্রায় দুই বছর পর এ মামলার রায় হয়েছে। শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করার দায়ে যে রায় হয়েছে এতে আমার মনে হয় সমাজ থেকে এরকম অপরাধ দূর হবে।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহমদ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় সঠিক বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস