ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রাকে বাসের ধাক্কায় হেলপার মুকুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকুল হোসেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিংড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

গোড়াই হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মালভর্তি একটি ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের হেলপার মুকুলের মৃত্যু হয়। এসময় তিন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুকুলের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।

এস এম এরশাদ/আরএইচ/এমএস