হবিগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত
ফাইল ছবি
হবিগঞ্জের লাখাইয়ে বাসের চাপায় ওয়াহেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা। সোমবার বেলা ১১টায় বুল্লা বাজারে এ ঘটনা ঘটে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুনু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াহেদ আলী চট্টগ্রামে যাওয়ার জন্য বুল্লা বাজারে এসে বাসের টিকিট করে কাউন্টারের সামনে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় লাখাই থেকে ঢাকাগামী লাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বুল্লা বাজারে প্রতিবাদ সমাবেশ করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান