ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ
ভোলায় আওয়ামী লীগের সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন তোফায়েল আহমেদ
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার (৫ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, এক বছর পরে সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দক্ষতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নকীব প্রমুখ বক্তব্য দেন।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এএসএম