ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে এক ট্রাক জাটকা জব্দ

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে এক ট্রাক জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাক চালক ও এক জেলকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলার সাহেবের হাট এলাকা থেকে অভিযান চালিয়ে ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালত তাদের ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

পুলিশ জানায়, মেঘনা নদীতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অসাধু জেলেরা জাটকা ইলিশ শিকার করে। জাটকা ঢাকায় পাচারের সময় ট্রাকসহ আটক করা হয়। ট্রাক চালক খোকন ও জেলে নজরুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় দোষ স্বীকার করলে তাদের ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে জরিমানার টাকা দিয়ে তারা ছাড়া পায়।

Lakshmipur
কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সায়েদুর রহমান ভূঁইয়া বলেন, গাপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকা ভর্তি ট্রাকসহ  দুইজনকে আটক করা হয়। আটক জাটকা এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

কাজল কায়েস/এসএস/এবিএস