ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে বিএনপির ২০ নেতাকর্মীর আ.লীগে যোগদান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার রাতে ঈশ্বরদীর নারিচা-মশুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবনির্বাচিত মেয়রের এক সংবর্ধনা অনুষ্ঠানে দল বদলকারী এসব নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এদের মধ্যে উল্লে­খযোগ্য নেতারা হলেন- ঈশ্বরদী পৌর কৃষক দলের সভাপতি ও পাবনা জেলা কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান সিরাজ, ৬নং ওর্য়াড বিএনপির সভাপতি রবিউল আলম ও দফতর বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন।

এ সময় বক্তব্যে কামরুজ্জামান সিরাজ বলেন, আগে ভুল রাজনীতি করেছি। এখন থেকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নারিচা-মশুড়িয়াপাড়া নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কৃষক লীগের সভাপতি আহাদ আলী প্রামানিক। ঈশ্বরদী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ মিন্টু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা ও ব্যবসায়ী মিজানুর রহমান রুনু মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর