ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২২

মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহনা আক্তার (১৮) নামের আহত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরে তার মরদেহ রাজৈরে আনা হয়।

মোহনা আক্তার রাজৈর উপজেলার সানেরপাড় এলাকার অটোরিকশা চালক কিরণ শেখের বড় মেয়ে। তার এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার নিজ বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য বের হন মোহনা। পথে পেছন থেকে অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুদিন আইসিউতে থাকার পর শুক্রবার ভোরে মোহনা মারা যান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মোহনার মৃত্যু বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এসজে/এএসএম