ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় কার্গোর ধাক্কায় জেলের মৃত্যু

প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পণ্যবাহী কার্গোর ধাক্কায় রুবেল মিয়া (২০) নামে এক জেলের মৃত্যু হযেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘনা নদীর শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার সাদেকপুর গ্রামের মাঈন উদ্দিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে রুবেল নৌকায় করে মেঘনা নদীতে মাছ ধরার সময় শান্তিপুর এলাকায় পেছন দিক থেকে আসা একটি পণ্যবাহী কার্গো তাকে বহনকারী নৌকাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় রুবেল নৌকাসহ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তর্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর