বাস না পেয়ে পিকআপভ্যানে গন্তব্যে ছুটছেন যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সকাল থেকেই বন্ধ রয়েছে বাস। এতে করে অতিরিক্ত ভাড়া দিয়ে পিকআপভ্যানে গন্তব্যস্থলে যাচ্ছেন যাত্রীরা।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপে করে গন্তব্যস্থলে যাচ্ছেন যাত্রীরা। দুপুরের দিকে যাত্রী কম থাকলেও বিকেল থেকে যাত্রী বাড়তে থাকে। তবে যানবাহনের সংখ্যা এখনো খুবই কম। এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পিকআপভ্যান চালকরা। এতে ক্ষুব্ধ যাত্রীরা।
মোস্তাক নামে এক পিকআপযাত্রী বলেন, আমি রূপগঞ্জ যাবো। বাস না পেয়ে দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিট অপেক্ষা করে এখন বাধ্য হয়ে ৩০ টাকার ভাড়া ১০০ টাকা দিয়ে পিকআপে যাচ্ছি।

কামাল নামে আরেক যাত্রী বলেন, আজকে আমার নাইট ডিউটি আছে। শুনেছি সড়কে গাড়ি নেই, তাই এখন বের হয়ে আগেভাগে অফিসে চলে যাচ্ছি।
তিনি আরও বলেন, দীর্ঘক্ষণ ধরে আমি অপেক্ষা করছি গাড়ি না পেয়ে এখন পিকআপে করেই অফিস যাচ্ছি। তবে এখান থেকে বরপা এলাকার বাস ভাড়া ২৫ টাকা পিকআপ ড্রাইভার নিচ্ছেন ৮০ টাকা। বেশি টাকা নিলেও কিছু করার নেই, অফিস যেতে হবে। তা না হলে বেতন কেটে নেবে।
এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দীন বলেন, পিকআপে করে কোনো যাত্রী গেলে আমরা তাদের নামিয়ে দিচ্ছি। এরইমধ্যে সকাল থেকে একাধিক পিকআপের যাত্রী নামিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, পিকআপ অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।
রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জিকেএস