ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এতে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ইসলামপুর উপজেলার পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা। এছাড়া সমাজ উন্নয়নে বকশীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, অর্থনৈতিকভাবে সাফল্যে শাকিলা আশরাফ, সফল জননী অবিরন নেছা, নির্যাতন প্রতিরোধে ফাতেমা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) শ্রাবস্তী রায়। অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান এতে সভাপতিত্ব করেন।

এ বিষয়ে জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা বলেন, নারীরা এখন সমাজ উন্নয়ন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরুষের পাশাপাশি অবদান রেখে চলেছে। যারা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ নারীদের সম্মাননা দেওয়া হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের এ উদ্যোগ নারীদের আরও সামনে এগোতে উদ্বুদ্ধ করবে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম