ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে বাসচাপায় সেনাসদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইস হাসান (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের কাছেট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইস হাসান উপজেলার গােপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি খাগড়াছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, সেনাসদস্য নাইস হাসান তার ছেলের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়িতে আসেন। রোববার সকালে অনুষ্ঠানের বাজার করতে তিনি আক্কেলপুর বাজার এসেছিলেন। মোটরসাইকলযােগে আক্কেলপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলা পরিষদ চত্বরের কাছে সিঙ্গার শােরুমের সামনে বগুড়া থেকে ছেড়ে আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রা-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়।

এতে তিনি পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে পুলিশে খবর দিলে তারা এসে চালক ও বাসটিকে থানা হেফাজতে নেন।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি।

 

রাশেদুজ্জামান/এসআর/জিকেএস