ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুস্থ হয়ে দিনাজপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আব্দুর রহিম

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক সংসদ সদস্য এম. আব্দুর রহিম দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দিনাজপুরে ফিরেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে দিনাজপুরে পৌঁছেন তিনি।

প্রবীণ এই রাজনীতিবিদ দিনাজপুর বড় ময়দানে হেলিকপ্টারে করে অবতরণ করলে হাজার হাজার মানুষ স্লোগান ও ফুল দিয়ে স্বাগত জানান।

এম. আব্দুর রহিম মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা।

প্রবীণ রাজনীতিবিদ এম. আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হাইপারটেনশনসহ বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন। তার স্বাস্থ্যের অবনতি হলে গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সিইউসি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে গত বছরের ৫ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় বারডেম হাসপাতালে নেয়। দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি দিনাজপুরের নিজ বাসভবনে ফিরেছেন।

Shaheb

এম আব্দুর রহিম ছাত্র অবস্থায় রাজশাহী কলেজে ভাষা আন্দোলনের কর্মসূচিতে সংযুক্ত হন। মুসলিম লীগ সরকারের হক-ভাসানী-সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্টের একজন কর্মী হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ১৯৫৪ সালের নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেন।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত ঐতিহাসিক আগরতলা মামলার লিগ্যাল এইড কমিটির একজন সদস্য ছিলেন এম. আব্দুর রহিম। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর দিনাজপুর আঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেরে অক্লান্ত পরিশ্রম করেন।

১৯৭১ এর ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলে গোটা দেশকে যুদ্ধ পরিচালনার জন্য ১১টি বেসামরিক জোনে ভাগ করা হয়। মুজিবনগর সরকার এম. আব্দুর রহিমকে পশ্চিম জোনের জোনাল চেয়ারম্যান নিযুক্ত করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৮ ডিসেম্বর সকাল ১১টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

১৯৭২ সালের ১১ এপ্রিল স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গঠিত কমিটির ৩৪ জন সদস্যের মধ্যে একজন সদস্য ছিলেন এম. আব্দুর রহিম। ওই বছরের ৪ নভেম্বর তাদের প্রণীত সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় এবং একই বছরের বিজয় দিবসের প্রথম বার্ষিকী থেকে তা কার্যকর হয়।

এম. আব্দুর রহিম ১৯৯১ সালে দিনাজপুর সদর আসন থেকে জাতীয় সংসদ সদস্য পুনরায় নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর