ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এ দিনে স্বাধীন বাংলার পতাকা উড়েছিল রূপগঞ্জে

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২২

আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে নারায়ণগঞ্জের এ উপজেলায় পাক হানাদার মুক্ত হয়েছিল। প্রথম উড়েছিল স্বাধীন বাংলার পতাকা।

৫২ বছর আগের এ দিনটি রূপগঞ্জবাসীর জন্য বয়ে এনেছিল বিজয়ের বার্তা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষ প্রান্তে ১২ ডিসেম্বর রাতে কুমিল্লার দিক থেকে আসতে থাকে পাকিস্তানি সেনাবাহিনীরা।

সম্মুখযুদ্ধে হানাদার বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর তুমুল প্রতিরোধের মুখে তারা কুমিল্লার দিকে পালিয়ে যায়।

jagonews24

১৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (বীর-উত্তম) তার এস ফোর্স ও মিত্রবাহিনী, তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জব্বার খানের পিনু গ্রুপ ও গোলাম দস্তগীর গাজির (বীরপ্রতীক) ফুর কমান্ডার গ্রুপসহ প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধার বিশাল বাহিনী সেদিন উপজেলার বর্তমান মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাদে বিজয় পতাকা উত্তোলন করে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করে।

মুক্তিযুদ্ধে রূপগঞ্জে ১১ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। যাদের নামের তালিকাসহ রূপগঞ্জ উপজেলা চত্বরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আজকের দিনটি স্মরণে রূপগঞ্জে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এসজে/জিকেএস