মির্জাপুর মুক্ত দিবসে নবনির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন
মির্জাপুর হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ এর এই দিনে স্বাধীন দেশের পতাকা উড়েছিল মির্জাপুরে। দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার স্মৃতিসৌধটি উদ্বোধন করেন। পরে শহীদদের স্মরণে জেলা প্রশাসক স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সন্ধ্যায় মুক্তির মঞ্চের সামনে মোমবাতি প্রজ্বলন করে। এর আগে দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নবনিযুক্ত টাঙ্গাইলের জেলা প্রশাসক মির্জাপুরের নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যরিস্টার তাহ্রীম হোসেন সীমান্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও শামীমা আক্তার শিফা প্রমুখ।
এস এম এরশাদ/জেএস/এএসএম