ডিজিটাল বাংলাদেশ দিবস
অনলাইন কুইজ প্রতিযোগিতায় দেশসেরা সায়ন্তিকা
‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘ক’ গ্রুপ থেকে দেশসেরা হয়েছে মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সায়ন্তিকা বাড়ৈ ইন্দু।
সোমবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দেশসেরা হিসেবে সনদপত্র ও ল্যাপটপ গ্রহণ করে সায়ন্তিকা বাড়ৈ।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে সায়ন্তিকার পরিবার বিষয়টি গণমাধ্যমকে জানায়।
মাদারীপুরের ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মাদারীপুর জজ কোর্টের এজিপি বিদ্যুৎ কান্তি বাড়ৈর মেয়ে সায়ন্তিকা। তার মা বিউটি অধিকারী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সায়ন্তিকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র দাস বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে। সায়ন্তিকা ‘ক’ গ্রুপ থেকে অংশ নিয়ে দেশসেরা হয়েছে। এতে আমরা আনন্দিত ও গর্বিত। তার এ কৃতিত্বে বিদ্যালয়ের সুনাম বেড়েছে।
মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল্লাহ খান বলেন, কুইজ প্রতিযোগিতায় দেশসেরা হওয়ায় জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সায়ন্তিকাকে অভিনন্দন। সে জেলার মান উজ্জ্বল করেছে। আগামীতে তাকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
এসআর/জিকেএস