ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১০:১৪ এএম, ১৫ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশায় চার ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফের এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে কয়েকটি ফেরি। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা পড়েন বিপাকে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রুবেলুর রহমান/এমআরআর/এএসএম