ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

ফরিদপুরে ৮০০ পিস ইয়াবাসহ হাসান মীর (৩৩) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক হাসান মীর ওই উপজেলার মীরাকান্দা গ্রামের আজাহার মীরের ছেলে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক হাসান মীর পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এলাকায় খুচরা বিক্রি করতেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম তার নামে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস