ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

ভোলায় মায়ের হাত ধরে রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশাচাপায় সুমা (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেঁড়িবাধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সুমনের মেয়ে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে সুমা তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরের দিকে মায়ের হাত ধরে বেঁড়িবাধ এলাকার রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী অটোরিকশা সুমাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/জেএস/জেআইএম