ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

মেহেরপুরের গাংনীতে লিমন আহম্মেদ (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাংনী মহিলা ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদের ছেলে ও উপজেলা ছাত্র লীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, বুধবার রাতে এসআই সাইফুলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে চালানো হয়। লিমন আহম্মেদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আসিফ ইকবাল/জেএস/জেআইএম