অধিকার অক্ষুণ্ন রাখতে নিজেকে উৎসর্গ করতে হবে
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, মানুষের অধিকার অক্ষুণ্ন রাখতে নিজেকে উৎসর্গ করতে হবে। হক আদায়ের মূলভিত্তি হলো মানুষের অধিকার অক্ষুন্ন রাখা। আধুনিক ও শিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে সকলকে মহানবী (সা.) এর দীক্ষা অনুসরণ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ফুরফুরা শরীফে ইছালে সওয়াব মাহফিলে জুমার নামাজ আদায়ের আগে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের সবারই মহানবী (স.) এর আদর্শ মেনে চলে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা লাভের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে তার নিজ নিজ স্থান থেকে একযোগে কাজ করতে হবে।
মন্ত্রী ইছালে সওয়াব দোয়া মাহফিলে অংশ নেন এবং জুমার নামাজ আদায় করেন।
আলাউদ্দিন আহমেদ/এআরএ/এমএস