ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেবিদ্বারে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার ১৬ উপজেলার মধ্যে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, বড়শালঘর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূইয়া জারু, ইউছুফপুর ইউনিয়নে মো. মোস্তফা কামাল চৌধুরী, রসুলপুর ইউনিয়নে মো. কামরুল হাসান সরকার, সুবিল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ফতেহাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খন্দকার এম এ সালাম, জাফরগঞ্জ ইউনিয়নে মো. সোহরাব হোসেন, এলাহাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকার, রাজামেহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভানী ইউনিয়নে মো. নুরুজ্জামান ভূইয়া (মুকুল), সুলতানপুর ইউনিয়নে মো. সফিকুল ইসলাম, ধামতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ময়নাল হোসেন, বরকামতা ইউনিয়নে হাজী মো. জয়নাল আবেদীন ও মোহনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

কামাল উদ্দিন/এআরএ/এমএস