ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুগ্ধতায় শেষ হলো করিম উৎসব

প্রকাশিত: ১০:০০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ভক্ত ও গুণগ্রাহীদের ভালোবাসা ও মুগ্ধতায় শেষ হলো তিনদিন ব্যাপি বাউল করিম জন্মশতবার্ষিকী উৎসব। উৎসবের শেষদিনে ভারতের প্রখ্যাত লোকগানের দল দোহারের পরিবেশনায় মুগ্ধ হন আগত শ্রোতা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ‘আসি বলে গেলো বন্ধু আইলো না’ ও ‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে’ গানের মধ্যে দিয়ে শুরু হয় শেষ দিনের পরিবেশনা।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন, ড. রাজীব কর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন ও তাড়লের চেয়ারম্যান নুরুল হক তালুকদার।

পরে বাউল শাহ্ আবদুল করিমের জীবন ও দর্শনের উপর প্রখ্যাত নির্মাতা শাকুর মজিদ নির্মিত তথ্যচিত্র ‘ভাটির পুরুষ’ প্রদর্শিত হয়।

শেষ দিনে বাউল শাহ্ আবদুল করিমের সঙ্গীত পরিবেশন করেন সিলেটের লোকসঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, বাউল কালা মিয়া, বাউল সূর্যলাল, মিতালী চক্রবর্তী, অরুণ কান্তি তালুকদার, মীনাক্ষী দেব, তন্বী দেব, কাকলী দত্ত মুন্নী, আবুল কালাম আজাদ, তানজীদা হক তালুকদার।

এছাড়াও দলীয় সঙ্গীত পরিবেশন করে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি এবং নৃত্য পরিবেশন করে একাডেমি অব মনিপুরী কালচার অ্যান্ড আর্টস।

তবে শেষ দিনের আকষর্ণ ভারতের কলকাতার প্রখ্যাত লোকগানের দল ‘দোহার’ মঞ্চে ওঠে রাত সাড়ে আটটায়। উপস্থিত হাজারো দর্শককে বিমোহিত করে তারা পরিবেশন করে বাউল শাহ্ আবদুল করিমের গান। তাদের পরিবেশনার মধ্যে দিয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয় বাউল সম্রাট শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উৎসব।

প্রসঙ্গত, শাহ্ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সিলেট উৎসব কমিটির ব্যবস্থাপনায় বুধবার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম ও শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।

ছামির মাহমুদ/এসকেডি